alt

শেয়ারবাজারে পতন : ফ্লোর প্রাইস, আতঙ্ক না জুয়া

রেজাউল করিম : শনিবার, ৩০ মার্চ ২০২৪

দীর্ঘদিন ধরে পতনের বৃত্তে আটকে আছে দেশের শেয়ারবাজার। এক কার্যদিবস কিছুটা উত্থান হলে পরের কয়েক কার্যদিবসে বড় পতন হচ্ছে।

এতে আতঙ্কিত হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এই পতনকে স্বাভাবিক মূল্য সংশোধন বললেও বাজার বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তারা বলছেন, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কারণে এই পতন হচ্ছে। আর এর পেছনে জুয়াড়িদেরও (ম্যানিপুলেটর) হাত রয়েছে বলেই তাদের ধারণা।

গতবছর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাঝে মাঝে উত্থান, মাঝে মাঝে পতন হয়েছে। অর্থাৎ উত্থান- পতনে সঙ্গতি রেখে বাজার সংশোধন হচ্ছিল। কিন্তু চলতি বছর এসে উত্থানের চেয়ে পতনের পাল্লা ভারী হতে শুরু।

চলতি বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে দেখা যায়, বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৬২৪২ দশমিক ৮৭ পয়েন্টে। এরপর ধীরে ধীরে বেড়ে ১৭ জানুয়ারি সূচক ৬৩৪৬ দশমিক ২১ পয়েন্টে দাঁড়ায়। এর কিছুদিন পর বড় পতন হয়ে ২৮ জানুয়ারি সূচক নেমে দাঁড়ায় ৬০৭৯ দশমিক ০৬ পয়েন্টে। অর্থাৎ মাঝে সামান্য উত্থান হয়ে যেটুকু বৃদ্ধি হয়, তারপরের পতনে বেশি হ্রাস পায়।

এরপরের মাসে সূচক সামান্য বেড়ে ১১ ফেব্রুয়ারি দাঁড়ায় ৬৪৪৭ দশমিক ০৭ পয়েন্টে। এরপর শুরু হয় ধারাবাহিক বড় পতন। সর্বশেষ গত বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মার্চ ডিএসইএক্স নেমে যায় ৫৭৭৮ দশমিক ৩৩ পয়েন্টে। এই পতনে আতঙ্কিত হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বাজার ছেড়ে দিচ্ছেন। অনেকে আতঙ্কিত হয়ে লেনদেন বন্ধ রেখেছেন।

এই পতনকে স্বাভাবিক বলছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদকে বলেন, ‘আসলে ফোর্স সেল এর কারণে বাজারে পতন হচ্ছে। আর ফ্লোস প্রাইস না থাকার কারণটাও আছে।’

এ প্রসঙ্গে গতকাল কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘বর্তমানে শেয়ারবাজারে যে পতন হচ্ছে সেটা ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কারণে। আগে ফ্লোর প্রাইস থাকার কারণে খুব কম কোম্পানির শেয়ার নিয়ে জুয়া খেলতে পারতো জুয়াড়িরা। এখন সব শেয়ার উন্মুক্ত হয়ে গেছে। এখন তারা আগে যেসব কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী করে রেখেছিল, সেগুলো এখন বিক্রি করে ফেলছে। এজন্য মূলত বড় পতন শুরু হয়েছে।’ তবে দীর্ঘমেয়াদে এই পতনকে তিনি স্বাভাবিকভাবে দেখছেন। তিনি সংবাদকে বলেন, ‘ফ্লোর প্রাইস যদি না থাকতো তাহলে আগে থেকেই কোম্পানির শেয়ারগুলোর দাম বার বার কারেকশান হওয়ার পর স্বাভাবিক হয়ে যেত। কিন্তু সেটা যেহেতু আগে হতে পারছিল না, এখন হওয়া শুরু হয়েছে। আশা করা যায়, কিছুদিন পর বাজার ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তো ভালো নয়। আর অর্থনীতির সঙ্গে শেয়ারবাজারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন মানুষের হাতে টান পড়ছে তাই শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছে। আর নতুন কিছু মানুষ ঢুকছেও। তবে সেই সংখ্যাটা তুলনামূলক কম।’

গত এক সপ্তাহে (২৪-২৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৬৩ দশমিক ৩৪ পয়েন্ট। আর তাতে সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন কমে গেছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা। একই অবস্থা দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকায়। আর গত সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে কমেছে ডিএসইর সব কটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৩ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২৬ দশমিক ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, ডিএসইএস সূচক কমেছে ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৬ দশমিক ৭৭ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ। আর ডিএসই- ৩০ সূচক কমেছে ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ। তবে আগের সপ্তাহে এটি বেড়েছিল ৬ দশমিক ১৪ পয়েন্ট বা ০ দশমিক ৩০ শতাংশ।

সূচকের এই নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন কমেছে ৯ কোটি ৩৯ লাখ টাকা।

আবু আহমেদ বলছেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার আজব শেয়ারবাজার। এই বাজারে এমন কিছু কোম্পানি তালিকাভুক্ত আছে যেগুলোর বাস্তবে কোনো কার্যক্রমে নেই। এসব কোম্পানি শুধু নামে চলে। তারপরও জুয়াড়িরা এসব কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী করে বাড়িয়ে দিয়েছে। এখন তারা। সাধারণ বিনিয়োগকারীকে বেকায়দায় ফেলে শেয়ার বিক্রি করে বের হয়ে যাচ্ছে। তখন মার্কেটে পতন হচ্ছে।’ শেয়ারবাজারকে প্রভাবিত করতে কারো হাত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি বাজারকে প্রভাবিত করতে কারো হাত থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

বাজার স্থিতিশীল রাখতে বড় ও বিদেশি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আবু আহমেদ। তিনি বলেন, ‘আমাদের মার্কেটে তো বিদেশি বিনিয়োগকারী নাই বললেই চলে। যদি বিদেশি বিনিয়োগ থাকতো তাহলে বাজারটা বড় হতো। আর বাজার বড় হলে ছোটখাটো কারেকশান তেমন প্রভাব ফেলতে পারতো না। ছোট মার্কেটে একটু ধাক্কায় বড় পতন হয়ে যায়।’

এই পতনের আরেকটা কারণ ‘বিনিয়োগকারীদের আতঙ্ক’ বলে উল্লেখ করেন রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা আহবান জানাই, সাধারণ বিনিয়োগকারীরা যেন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই বাজার ঘুরে দাঁড়াবে।’

ছবি

‘প্রযুক্তির মাধ্যমেই টেকসই প্রবৃদ্ধি’র ব্যাখ্যা দিয়ে অর্থনীতিতে নোবেল জয় তিন গবেষকের

ছবি

দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল কক্সবাজার বিমানবন্দর

ছবি

ক্যাশলেস অর্থনীতির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, আসছে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক

ছবি

সংশোধন হচ্ছে বাণিজ্য সংগঠন বিধিমালা

ছবি

৫ ব্যাংক একীভূতকরণ: বিনিয়োগকারীদের ক্ষতির প্রচারণা গুজব ও ভিত্তিহীন, সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

ছবি

৯৩ শতাংশ জেলে জানে না নিষিদ্ধ জালে উৎপাদন-প্রজননের ক্ষতি হয়: কোস্ট ফাউন্ডেশন

ছবি

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু

ছবি

১১ দিনে প্রায় এক বিলিয়ন ডলার রেমিট্যান্স আয়

ছবি

ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেয়া হবে: নৌ-সচিব

ছবি

সপ্তাহ শেষে শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে প্রগতি ইনস্যুরেন্স

ছবি

বন্দরের ট্যারিফ বৃদ্ধিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা

ছবি

রুপার দামও ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ

ছবি

বড় পতনে সূচক নামলো ৩ মাস আগের অবস্থানে

ছবি

উত্তরা ব্যাংক পিএলসি-র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন” অনুষ্ঠিত

ছবি

তিন বন্দর-বিদেশি অপারেটরের সাথে চুক্তি ‘ডিসেম্বরে’

ছবি

পাঁচ ব্যাংক একীভূতকরণ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকে বিএসইসির চিঠি

ছবি

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদযাপন

ছবি

লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি ব্যাংকের পর্যালোচনা সভা

ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক মো. রেজাউল হক পদত্যাগ

ছবি

হালাল শিল্পের উন্নয়নে সমন্বিত ইকোসিস্টেম জরুরী: ডিসিসিআই

ছবি

কাগজের টাকা ছাপাতেই বছরে ২০ হাজার কোটি টাকা খরচ হয়: বাংলাদেশ ব্যাংক

ছবি

ডিএসইতে বাজার মূলধন কমলো প্রায় ৮ হাজার কোটি টাকা

ছবি

৬০০ গ্রেড রডে নির্মাণকাজ ব্যয়সাশ্রয়ী ও টেকসই হয়, গোলটেবিল বৈঠকে বক্তারা

ছবি

চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় কমছে বিটকয়েনের দাম

ছবি

বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৭ উন্মোচন

ছবি

চার মাস ধরে সবজি বাজার ঊর্ধ্বমুখী, কিছুটা ঝাঁজ কমেছে মরিচে

ছবি

২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৬৯ শতাংশ

ছবি

সাম্প্রতিক ধাক্কা সামলানো গেলেও আগামী দিনগুলো আশাব্যঞ্জক নয়: আইএমএফ

ছবি

স্কুল ফিডিংয়ে ডিম যুক্ত করতে হবে: ফরিদা আখতার

ছবি

মেঘনা ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক যোগদান করেছেন

ছবি

মিউচুয়াল ফান্ডের প্রস্তাবিত বিধিমালায় জনমত আহ্বান

ছবি

এসএমই খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ছবি

রিজার্ভ বেড়ে দাঁড়ালো ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার

সংকটাপন্ন পাঁচ ব্যাংক একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন

ছবি

ব্যাংক বন্ধ হয়ে গেল সর্বোচ্চ ২ লাখ টাকা ক্ষতিপূরণ, অধ্যাদেশ হচ্ছে

ছবি

এনবিআরের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু

tab

শেয়ারবাজারে পতন : ফ্লোর প্রাইস, আতঙ্ক না জুয়া

রেজাউল করিম

শনিবার, ৩০ মার্চ ২০২৪

দীর্ঘদিন ধরে পতনের বৃত্তে আটকে আছে দেশের শেয়ারবাজার। এক কার্যদিবস কিছুটা উত্থান হলে পরের কয়েক কার্যদিবসে বড় পতন হচ্ছে।

এতে আতঙ্কিত হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এই পতনকে স্বাভাবিক মূল্য সংশোধন বললেও বাজার বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তারা বলছেন, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কারণে এই পতন হচ্ছে। আর এর পেছনে জুয়াড়িদেরও (ম্যানিপুলেটর) হাত রয়েছে বলেই তাদের ধারণা।

গতবছর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাঝে মাঝে উত্থান, মাঝে মাঝে পতন হয়েছে। অর্থাৎ উত্থান- পতনে সঙ্গতি রেখে বাজার সংশোধন হচ্ছিল। কিন্তু চলতি বছর এসে উত্থানের চেয়ে পতনের পাল্লা ভারী হতে শুরু।

চলতি বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে দেখা যায়, বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৬২৪২ দশমিক ৮৭ পয়েন্টে। এরপর ধীরে ধীরে বেড়ে ১৭ জানুয়ারি সূচক ৬৩৪৬ দশমিক ২১ পয়েন্টে দাঁড়ায়। এর কিছুদিন পর বড় পতন হয়ে ২৮ জানুয়ারি সূচক নেমে দাঁড়ায় ৬০৭৯ দশমিক ০৬ পয়েন্টে। অর্থাৎ মাঝে সামান্য উত্থান হয়ে যেটুকু বৃদ্ধি হয়, তারপরের পতনে বেশি হ্রাস পায়।

এরপরের মাসে সূচক সামান্য বেড়ে ১১ ফেব্রুয়ারি দাঁড়ায় ৬৪৪৭ দশমিক ০৭ পয়েন্টে। এরপর শুরু হয় ধারাবাহিক বড় পতন। সর্বশেষ গত বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মার্চ ডিএসইএক্স নেমে যায় ৫৭৭৮ দশমিক ৩৩ পয়েন্টে। এই পতনে আতঙ্কিত হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বাজার ছেড়ে দিচ্ছেন। অনেকে আতঙ্কিত হয়ে লেনদেন বন্ধ রেখেছেন।

এই পতনকে স্বাভাবিক বলছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদকে বলেন, ‘আসলে ফোর্স সেল এর কারণে বাজারে পতন হচ্ছে। আর ফ্লোস প্রাইস না থাকার কারণটাও আছে।’

এ প্রসঙ্গে গতকাল কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘বর্তমানে শেয়ারবাজারে যে পতন হচ্ছে সেটা ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কারণে। আগে ফ্লোর প্রাইস থাকার কারণে খুব কম কোম্পানির শেয়ার নিয়ে জুয়া খেলতে পারতো জুয়াড়িরা। এখন সব শেয়ার উন্মুক্ত হয়ে গেছে। এখন তারা আগে যেসব কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী করে রেখেছিল, সেগুলো এখন বিক্রি করে ফেলছে। এজন্য মূলত বড় পতন শুরু হয়েছে।’ তবে দীর্ঘমেয়াদে এই পতনকে তিনি স্বাভাবিকভাবে দেখছেন। তিনি সংবাদকে বলেন, ‘ফ্লোর প্রাইস যদি না থাকতো তাহলে আগে থেকেই কোম্পানির শেয়ারগুলোর দাম বার বার কারেকশান হওয়ার পর স্বাভাবিক হয়ে যেত। কিন্তু সেটা যেহেতু আগে হতে পারছিল না, এখন হওয়া শুরু হয়েছে। আশা করা যায়, কিছুদিন পর বাজার ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তো ভালো নয়। আর অর্থনীতির সঙ্গে শেয়ারবাজারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন মানুষের হাতে টান পড়ছে তাই শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছে। আর নতুন কিছু মানুষ ঢুকছেও। তবে সেই সংখ্যাটা তুলনামূলক কম।’

গত এক সপ্তাহে (২৪-২৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৬৩ দশমিক ৩৪ পয়েন্ট। আর তাতে সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন কমে গেছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা। একই অবস্থা দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকায়। আর গত সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে কমেছে ডিএসইর সব কটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৩ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২৬ দশমিক ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, ডিএসইএস সূচক কমেছে ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৬ দশমিক ৭৭ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ। আর ডিএসই- ৩০ সূচক কমেছে ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ। তবে আগের সপ্তাহে এটি বেড়েছিল ৬ দশমিক ১৪ পয়েন্ট বা ০ দশমিক ৩০ শতাংশ।

সূচকের এই নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন কমেছে ৯ কোটি ৩৯ লাখ টাকা।

আবু আহমেদ বলছেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার আজব শেয়ারবাজার। এই বাজারে এমন কিছু কোম্পানি তালিকাভুক্ত আছে যেগুলোর বাস্তবে কোনো কার্যক্রমে নেই। এসব কোম্পানি শুধু নামে চলে। তারপরও জুয়াড়িরা এসব কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী করে বাড়িয়ে দিয়েছে। এখন তারা। সাধারণ বিনিয়োগকারীকে বেকায়দায় ফেলে শেয়ার বিক্রি করে বের হয়ে যাচ্ছে। তখন মার্কেটে পতন হচ্ছে।’ শেয়ারবাজারকে প্রভাবিত করতে কারো হাত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি বাজারকে প্রভাবিত করতে কারো হাত থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

বাজার স্থিতিশীল রাখতে বড় ও বিদেশি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আবু আহমেদ। তিনি বলেন, ‘আমাদের মার্কেটে তো বিদেশি বিনিয়োগকারী নাই বললেই চলে। যদি বিদেশি বিনিয়োগ থাকতো তাহলে বাজারটা বড় হতো। আর বাজার বড় হলে ছোটখাটো কারেকশান তেমন প্রভাব ফেলতে পারতো না। ছোট মার্কেটে একটু ধাক্কায় বড় পতন হয়ে যায়।’

এই পতনের আরেকটা কারণ ‘বিনিয়োগকারীদের আতঙ্ক’ বলে উল্লেখ করেন রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা আহবান জানাই, সাধারণ বিনিয়োগকারীরা যেন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই বাজার ঘুরে দাঁড়াবে।’

back to top