image

নগদে অনিয়ম অনুসন্ধানে ফরেনসিক নিরীক্ষা চালাবে বাংলাদেশ ব্যাংক

রোববার, ১০ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক নিরীক্ষা চালাবে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তবে কোন প্রতিষ্ঠান এই নিরীক্ষা পরিচালনা করবে, তা এখনো নির্ধারণ হয়নি।

ফরেনসিক নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা আইনি পদক্ষেপে সহায়তা করতে পারে।

অগাস্ট মাসে নতুন গভর্নর আহসান এইচ মনসুর নগদে প্রশাসক নিয়োগ দেন। প্রশাসক বদিউজ্জামান দিদার জানান, এই নিরীক্ষা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়েই তা পরিচালিত হবে।

নগদের ব্যবস্থাপনা পর্ষদে সম্প্রতি যোগ হয়েছেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নগদের কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণে এই পর্ষদ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে।

নগদ সেবার যাত্রা শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। শুরু থেকেই এটি ডাক বিভাগের অংশীদারত্বে পরিচালিত হলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এমএফএস সেবা দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে।

নিরীক্ষা প্রসঙ্গে নগদের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, তাই তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» হাজার হাজার উড়ান বাতিল ভারতের ইন্ডিগোর, বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি ডলার

সম্প্রতি