রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি মার্কেট) চলমান সিটিআইটি মেগা ফেয়ার ২০২৪ এ আসুস নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের সব ল্যাপটপ। মেলায় আসুসের প্যাভিলিয়নে আছে কোপাইলট প্লাস পিসি, জেনবুক, এবং ভিভোবুক ক্যাটাগরিতে আসা নতুন মডেলের ল্যাপটপ।
মেলায় ল্যাপটপগুলোতে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে বান্ডেল অফার। নির্ধারিত কিছু ল্যাপটপ মডেলে থাকছে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বান্ডেল অফারে থাকছে আসুস টি-শার্ট, ট্রাউজার এবং একটি ট্র্যাভেল ব্যাগ।
মেলায় দর্শনাথীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসুস ভিভো বুক এস ১৫ ল্যাপটপটি। এটি আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৪,৯৯০ টাকায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা এক্সপেরিয়েন্স দেয় ল্যাপটপটি। এতে রয়েছে ১৮ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ সুবিধা।
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর সিটিআইটি মেলা শেষ হবে।
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি মার্কেট) চলমান সিটিআইটি মেগা ফেয়ার ২০২৪ এ আসুস নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের সব ল্যাপটপ। মেলায় আসুসের প্যাভিলিয়নে আছে কোপাইলট প্লাস পিসি, জেনবুক, এবং ভিভোবুক ক্যাটাগরিতে আসা নতুন মডেলের ল্যাপটপ।
মেলায় ল্যাপটপগুলোতে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে বান্ডেল অফার। নির্ধারিত কিছু ল্যাপটপ মডেলে থাকছে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বান্ডেল অফারে থাকছে আসুস টি-শার্ট, ট্রাউজার এবং একটি ট্র্যাভেল ব্যাগ।
মেলায় দর্শনাথীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসুস ভিভো বুক এস ১৫ ল্যাপটপটি। এটি আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৪,৯৯০ টাকায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা এক্সপেরিয়েন্স দেয় ল্যাপটপটি। এতে রয়েছে ১৮ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ সুবিধা।
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর সিটিআইটি মেলা শেষ হবে।