বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান। তিনি বলেন, “আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ইকবাল হুসেইন খান বলেন, “বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার একটি প্রবেশদ্বার মনে করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বাস করে, আর তাই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।”
তিনি জানান, দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে এবং চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু ও সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেলে পারস্পরিক বোঝাপড়াও দৃঢ় হবে এবং উভয় দেশই লাভবান হবে।
---
সোমবার, ১৯ মে ২০২৫
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান। তিনি বলেন, “আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ইকবাল হুসেইন খান বলেন, “বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার একটি প্রবেশদ্বার মনে করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বাস করে, আর তাই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।”
তিনি জানান, দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে এবং চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু ও সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেলে পারস্পরিক বোঝাপড়াও দৃঢ় হবে এবং উভয় দেশই লাভবান হবে।
---