image

এলডিসি থেকে উত্তরণের প্রস্ততি হিসেবে অনুমোদন পেল বাণিজ্যিক আদালত

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণের প্রস্ততি হিসাবে দেশে বাণিজ্যিক আদালত গঠনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে যেসব ইস্যু তৈরি হয় বাণিজ্যিক আদালতে সেগুলো সলভ হবে। এলডিসি গ্র্যাজুয়েশনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশি বিনিয়োগকারী কিংবা দেশি বিনিয়োগকারীদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তারা আদালতে গিয়ে সমাধান করতে পারবেন। সরকার জেলা পর্যায়েও বাণিজ্যিক আদালত গঠন করতে পারবে।’

আদালতের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি, বিমান, জাহাজ ও অন্যান্য পরিবহন ব্যবস্থায় উদ্ভূত সমস্যার সমাধান, ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান হবে এই আদালতে। শেয়ার হোল্ডার, ফ্রাঞ্জাইজি, জয়েন্ট ভেঞ্চার ও পার্টনারশিপ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি হবে।’

বাণিজ্যিক আদালতের বিচার ত্বরান্বিত করতে মৌখিক সাক্ষ্যের পারিবর্তে দালিলিক সাক্ষ্যের বিধান রাখা হয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘দ্রুততম সময়ে বিচার নিশ্চিতে মধ্যস্ততা ও অরবিট্রেশনের বিধান রাখা হয়েছে। আদালত নির্দেশ দিলে বিচারে ব্যর্থপক্ষ দুই পক্ষের খরচ বহন করবে। সুদ গণনার ক্ষেত্রে সালিশি আদালতের আদলে বিধান যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ঘোষিত ব্যাংক খাতের সুদের সঙ্গে দুই শতাংশ যোগ করে সুদ নির্ধারণ করা যাবে। বিধিমালা প্রণয়নে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করতে হবে।’

এদিন বৈঠকে রেজিস্ট্রেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়াতেও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘এই অধ্যাদেশে বিদেশে সম্পাদিত চুক্তি নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নিবন্ধনের লক্ষ্যে উপস্থাপিত স্থাবর সম্পত্তি বিক্রয় দলিলে যেসব বিষয় আবশ্যিকভাবে উল্লেখ করতে হয় সেগুলো দানপত্র দলিলেও উল্লেখ করতে হবে। জনভোগান্তি লাঘবে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দায়েরকৃত আপিল ও দরখাস্ত নিষ্পত্তির সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে। ই-রেজিষ্ট্রেশন বিধান যুক্ত করা হয়েছে।’

বৈঠকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

প্রেস সচিব বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে একটা অধিদপ্তরে রূপ দেওয়া হবে। এই অধিদপ্তরের জন্য একটা জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। যারা মধ্যস্ততাকারী থাকবেন, তাদের সনদ দেওয়া হবে।’

এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘এই দেশটি অনেক আন্তর্জাতিক ফোরামের সাথে যুক্ত আছে। সরকার চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন আরও গভীর হয়।’

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি