প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ারের লেনদেন বুধবার (২৬ জানুয়ারি) শুরু হবে। বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে শেয়ার বন্টন সম্পন্ন হওয়ায় লেনদেনের তারিখ নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উভয় পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘টঘওঙঘইঅঘক’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে-১১১৫২। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ্ট কোড হবে ‘টঘওঙঘইঅঘক’ ও স্ক্রিপ্ট আইডি হবে-২২০৩৬।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন ক্রমে আইপিওর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক বিনিয়োগকারীদের কাছে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ৪২৮ কোটি টাকা উত্তোলন করেছে। প্রো-রাটার ভিত্তিতে ব্যাংকটির শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক