নীলক্ষেত মোড় অবরোধ
তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগ চেয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে এই অবরোধ চলার মধ্যেই পাঁচজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ বলেছেন, ‘বিষপানে অসুস্থ হয়ে পড়ায়’ ওই পাঁচজনকে হাসপাতালে নিতে হয়েছে। আবার কয়েকজন বলেছেন, ওই ছাত্ররা ‘বিষপানের চেষ্টা’ করেছিলেন, তারা বাধা দিয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘পাঁচজন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা গরমের থেকে এই অসুস্থ হয়েছেন, না কিছু খেয়েছেন, তা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বার বার রাস্তা অবরোধ করেও দাবি পূরণ না হওয়ায় এবার তারা কর্মসূচির নাম দিয়েছেন ‘গণ-আত্মহনন কর্মসূচি’।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ওসমান গনি বলেন, ‘এক দফা দাবিতে আমরা গত তিন মাস ধরে আন্দোলন করছি। বেশ কয়েক বার রাস্তা অবরোধ করেছি। আমাদের বার বার আশ্বাস দিয়েও দাবি মানা হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা আতœহননের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। বিষপান করে আমাদের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের কিছু হলে এর দায় সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।’
এদিকে অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
নীলক্ষেত মোড় অবরোধ
রোববার, ২৭ আগস্ট ২০২৩
তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগ চেয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে এই অবরোধ চলার মধ্যেই পাঁচজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ বলেছেন, ‘বিষপানে অসুস্থ হয়ে পড়ায়’ ওই পাঁচজনকে হাসপাতালে নিতে হয়েছে। আবার কয়েকজন বলেছেন, ওই ছাত্ররা ‘বিষপানের চেষ্টা’ করেছিলেন, তারা বাধা দিয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘পাঁচজন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা গরমের থেকে এই অসুস্থ হয়েছেন, না কিছু খেয়েছেন, তা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বার বার রাস্তা অবরোধ করেও দাবি পূরণ না হওয়ায় এবার তারা কর্মসূচির নাম দিয়েছেন ‘গণ-আত্মহনন কর্মসূচি’।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ওসমান গনি বলেন, ‘এক দফা দাবিতে আমরা গত তিন মাস ধরে আন্দোলন করছি। বেশ কয়েক বার রাস্তা অবরোধ করেছি। আমাদের বার বার আশ্বাস দিয়েও দাবি মানা হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা আতœহননের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। বিষপান করে আমাদের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের কিছু হলে এর দায় সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।’
এদিকে অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।