জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে এক বহিরাগতকে বিবস্ত্র করে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভুক্তভোগী ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।
গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অভিযুক্তকে বিবস্ত্র করে মারধরের এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বহিরাগত ওই ব্যক্তির নাম রমজান। সে একই বাসে টাঙ্গাইলে যাচ্ছিল। সে বিবাহিত এবং বাড়িতে তার দুটি মেয়ে রয়েছে বলেও জানা যায়।
এর আগে, গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অভিযুক্ত ওই ব্যক্তি রমজান ভুক্তভোগী ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন এবং গোপনে ছবি ধারণ করেন। এসময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী রাতুল ওই ব্যক্তিকে বাসের মধ্যে মারধর করে। পরে তাকে ক্যাম্পাসে এনে বিবস্ত্র করে কান ধরে উঠবস ও মারধর করা হয়। মারধরের পরে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।
মারধরের বিষয়ে রাতুল বলেন, “বাসের মধ্যে ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন এবং মারধর করেছেন। আর ক্যাম্পাসে এসে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং কখনও যেন এমন কাজ করার সাহস না পায় সেই শাস্তি স্বরূপ ন্যাড়া করে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরিবারের কথা চিন্তা করে আমরা তাকে পুলিশ- প্রশাসনের হাতে তুলে দেইনি।”
নাম না প্রকাশ করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত অন্য এক যাত্রী বলেন,” বাসের মধ্যে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী ওই ছাত্রীর ছবি তুলে এবং পোশাক নিয়ে কটুক্তি করে। এজন্য ভুক্তভোগী ছাত্রী এবং রাতুল সেখানে তাকে মারধর করে।”
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে এক বহিরাগতকে বিবস্ত্র করে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভুক্তভোগী ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।
গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অভিযুক্তকে বিবস্ত্র করে মারধরের এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বহিরাগত ওই ব্যক্তির নাম রমজান। সে একই বাসে টাঙ্গাইলে যাচ্ছিল। সে বিবাহিত এবং বাড়িতে তার দুটি মেয়ে রয়েছে বলেও জানা যায়।
এর আগে, গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অভিযুক্ত ওই ব্যক্তি রমজান ভুক্তভোগী ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন এবং গোপনে ছবি ধারণ করেন। এসময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী রাতুল ওই ব্যক্তিকে বাসের মধ্যে মারধর করে। পরে তাকে ক্যাম্পাসে এনে বিবস্ত্র করে কান ধরে উঠবস ও মারধর করা হয়। মারধরের পরে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।
মারধরের বিষয়ে রাতুল বলেন, “বাসের মধ্যে ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন এবং মারধর করেছেন। আর ক্যাম্পাসে এসে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং কখনও যেন এমন কাজ করার সাহস না পায় সেই শাস্তি স্বরূপ ন্যাড়া করে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরিবারের কথা চিন্তা করে আমরা তাকে পুলিশ- প্রশাসনের হাতে তুলে দেইনি।”
নাম না প্রকাশ করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত অন্য এক যাত্রী বলেন,” বাসের মধ্যে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী ওই ছাত্রীর ছবি তুলে এবং পোশাক নিয়ে কটুক্তি করে। এজন্য ভুক্তভোগী ছাত্রী এবং রাতুল সেখানে তাকে মারধর করে।”