বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর সুপারিশ করেছে ভর্তি কমিটি।
বুধবার (২৬ ডিসেম্বর) ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয় বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান।
মিজানুর রহমান বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব এবং ১৬ মার্চ চূড়ান্ত পর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।
তিনি জানান, গতবারের মত এবারও দুই ধাপে হবে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা। এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর সুপারিশ করেছে ভর্তি কমিটি।
বুধবার (২৬ ডিসেম্বর) ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয় বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান।
মিজানুর রহমান বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব এবং ১৬ মার্চ চূড়ান্ত পর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।
তিনি জানান, গতবারের মত এবারও দুই ধাপে হবে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা। এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।