উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা তৃতীয়দিনের মত অবস্থান কর্মসূচীতে কুবি শিক্ষকরা

বুধবার, ০৮ মে ২০২৪
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। বুধবার (৮মে) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উপাচার্য শিক্ষকদের উপর যে সন্ত্রাসী হামলা করেছেন তার প্রেক্ষাপটে আমাদের একদফা কর্মসূচী চলমান আছে। আর তিনি এখনো বিশ্ববিদ্যালয় বন্ধ করে ঢাকায় বিভিন্ন দপ্তরে শিক্ষকদের নামে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু তিনি আসলে নৈতিকভাবে এতোটাই বিকারগ্রস্ত যে শিক্ষকদের গায়ে হাত দিয়ে এই ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন এটা বোঝার সক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছেন। তিনি সময়ক্ষেপন না করে অচিরেই পদত্যাগ করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জীবন নিয়ে তিনি আর ছিনিমিনি খেলবেন না এটাই আমাদের প্রত্যাশা। আমরা অতিদ্রুত ক্লাসে ফিরে যেতে চাই।’

উল্লেখ্য, কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো গত সোমবার (৬মে) ও মঙ্গলবার (৭মে) দ্বিতীয়বার অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

সম্প্রতি