জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান বদরুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান বদরুল হাসানকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।
এসময় বলা হয়, বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হলো।
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের গালিচা