image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্যেন বোস পাঠাগারে হামলা: সাবেক সদস্যদের নিন্দা ও পুনরায় চালুর দাবি

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত ‘সত্যেন বোস পাঠাগার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক সদস্যরা নিন্দা জানিয়ে পাঠাগারটি পুনরায় চালু করার এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রশাসনের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক সদস্যরা বলেন, প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন বোসের অবদানকে স্মরণীয় রাখতে ১৯৯৭ সালে পাঠাগারটির কার্যক্রম শুরু হয়। বিভিন্ন সময় পাঠাগারটি সাহিত্য, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও কলা বিষয়ে আলোচনা সভা ও পাঠচক্র আয়োজন করছিল।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠাগারটি তালাবদ্ধ করে রাখলেও, সম্প্রতি এক ছাত্র সংগঠনের কর্মীরা পাঠাগারে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। পাঠাগারের বর্তমান সম্পাদককে মারধরের হুমকি ও গালাগাল করা হয় এবং পাঠাগারের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। সাবেক সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» চবিতে আওয়ামীপন্থি শিক্ষককে টেনে-হিঁচড়ে প্রক্টর অফিসে সোপর্দ

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি