image

রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতার ওপর হামলা, হাসপাতালে মৃত্যু

রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
ক্যাম্পাস প্রতিনিধি

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে এক সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে গুরুতর আহত করার পর থানায় সোপর্দ করার কিছুক্ষণ পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। শনিবার রাতে নগরীর বিনোদপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। ৫ অগাস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ।

আহত অবস্থায় তাকে মতিহার থানায় নিয়ে যাওয়া হলে কোনো মামলা না থাকায় পরে তাকে বোয়ালিয়া থানায় আনা হয়। পুলিশ জানায়, মাসুদ গণপিটুনিতে গুরুতর আহত ছিলেন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে, ২০১৪ সালে মাসুদ এক রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের হামলায় তার একটি পা হারান। তিনি কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করতেন, কিন্তু শনিবারের হামলায় সেই পাটিও ভেঙে দেওয়া হয়।

মাসুদের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি