image

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র‌্যাব-৯ এর অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ রোববার সকালে জানিয়েছেন সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

খলিলুর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী চলতি বছরের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ১টায় ভালুকা থানাধীন এলাকা থেকে নাশকতা মামলায় পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা মশিহুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুতে সিলেট মহানগর কোতয়ালি থানায় নাশকতার মামলা হয়। সেই মামলায় খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আসামিদের মধ্যে এখন পর্যন্ত র‌্যাব-৯ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন বলেন, গত ২০ আগস্ট করা মামলার আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি