image

জবির জনসংযোগ পরিচালক হলেন আনওয়ারুস সালাম

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম। তিনি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালামকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরো বলা হয়, এ আদেশ ১৭ অক্টোবর থেকে কার্যকর হবে। এছাড়া তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি