image

কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদ অনলাইন রিপোর্ট

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।

সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ থানায় এই লিখিত অভিযোগ দাখিল করেন। থানার ওসি কে এম শাহাবুদ্দিন জানান, অভিযোগটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

মাহিন সরকারের অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত ৮০০ থেকে ১ হাজার জনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুবুল আলম নওফেলসহ ছাত্রলীগের নেতাদেরও আসামি করা হয়েছে।

মাহিন সরকার সাংবাদিকদের বলেন, “১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার পর আমরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই। তথ্য-প্রমাণ সংগ্রহ করতে সময় লাগায় মামলার প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হয়েছে।”

এদিকে সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জানান, ছাত্রলীগের সহিংসতার বিরুদ্ধে সারা দেশে মামলা করার কর্মসূচি অব্যাহত থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৫ জুলাই ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই ঘটনায় আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং পরবর্তীতে শেখ হাসিনার দেশত্যাগের মধ্যে দিয়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের সুপারিশ: ‘হঠকারী’ বলছে শিক্ষক নেটওয়ার্ক

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি