বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এই অধ্যাপক মঙ্গলবার তার নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
শিক্ষা জীবনে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অধ্যাপক শহীদুল ইসলাম। এরপর ২০০২ সালে জার্মানির গোটিংয়েন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
শিক্ষকতা জীবনে ১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং ২০২১ সাল থেকে বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক