ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী তিনটি রাজনৈতিক দলের শীর্ষ পাঁচ নেতাকে প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’ ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি।
এসময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় সংগঠনটি।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,আমরা চাই সরকার আমাদের এ প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তা করে ফাঁসি নিশ্চিত করে বিচার করুক।
তিনি বলেন, যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, গণহত্যা করেছে তদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। যারা ২০২৪ এর নির্বাচনে অংশ নিয়েছে এবং এমপি-মন্ত্রী হয়েছে তাদেরও বিচার করতে হবে।
ইয়ামিন বলেন, এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হাত-পা-চোখ হারিয়েছেন। তারা বাবা-ভাই-বোন- সন্তান হারিয়েছেন। তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন আওয়ামী লীগ জাপা ফেরত আসবে? তাহলে কেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ফিরে আসবে? জিএম কাদের-মেনন-ইনুরা কেন ফিরে আসবে?
আন্দোলনে হত্যাকারীদের বিচারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ইয়ামিন বলেন, আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিট এর সাথে বেঈমানী করবেন না, এ স্পিরিটকে কলঙ্কিত করবেন না
তিনি আরও বলেন, যাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে যেন জামাই আদর করা না হয়। তাদেরকে যেন ডিভিশন দেওয়া না হয়।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী তিনটি রাজনৈতিক দলের শীর্ষ পাঁচ নেতাকে প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’ ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি।
এসময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় সংগঠনটি।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,আমরা চাই সরকার আমাদের এ প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তা করে ফাঁসি নিশ্চিত করে বিচার করুক।
তিনি বলেন, যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, গণহত্যা করেছে তদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। যারা ২০২৪ এর নির্বাচনে অংশ নিয়েছে এবং এমপি-মন্ত্রী হয়েছে তাদেরও বিচার করতে হবে।
ইয়ামিন বলেন, এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হাত-পা-চোখ হারিয়েছেন। তারা বাবা-ভাই-বোন- সন্তান হারিয়েছেন। তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন আওয়ামী লীগ জাপা ফেরত আসবে? তাহলে কেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ফিরে আসবে? জিএম কাদের-মেনন-ইনুরা কেন ফিরে আসবে?
আন্দোলনে হত্যাকারীদের বিচারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ইয়ামিন বলেন, আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিট এর সাথে বেঈমানী করবেন না, এ স্পিরিটকে কলঙ্কিত করবেন না
তিনি আরও বলেন, যাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে যেন জামাই আদর করা না হয়। তাদেরকে যেন ডিভিশন দেওয়া না হয়।