বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ২৯ (০২) মোতাবেক মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে পিবিআই পুলিশ শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ২৯ (০২) মোতাবেক মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে পিবিআই পুলিশ শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।