জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২ টায় সংবাদকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা।
তিনি সংবাদকে বলেন, আজকের প্রথম শিফটের পরীক্ষায় ১২ হাজার ৪৭৮ জন আবেদনকারীর মধ্যে ১০ হাজার ৮৪৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ১,৬৩৪ জন। উপস্থিতির হার ৮৬.৯০ শতাংশ।
অধ্যাপক সানজিদা বলেন, প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা সাড়ে তিনটায়, তার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে ২৪,৯৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যেখানে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন পরীক্ষার্থী।
আরও পড়ুন:
শিফটভিত্তিক ফলাফল দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় : উপাচার্য
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বে ৪২ শিক্ষার্থী
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা