মাগুরায় ৮ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দেশের প্রতিটি ধর্ষণের বিচার দাবি করে এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৭ মার্চ) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদ ঘুরে এসে ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে শাহীনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমরা যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি এটা কোনো সংবাদের বিষয় হতে পারে না। এটা নিয়ে বিক্ষোভ মিছিল করার বিষয় না, কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছে। বাংলাদেশ সরকার যদি কোনো বিচারের ব্যবস্থা না করতে পারে তাহলে এই ধর্ষণ বাড়তে থাকবে। আমরা বলতে চাই ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড করতে হবে।’
এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘কেউ বলে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে মানবাধিকার লঙ্ঘন হবে। আমরা বলছি, আমেরিকার দেওয়া মানবাধিকারের সংজ্ঞা আমরা মানি না। রাষ্ট্র যদি ধর্ষণের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা না করে, তাহলে নারীরা নিরাপদ হবে না।’
তিনি আরও বলেন, ‘ধর্ষণের পর নারীর পোশাক নিয়ে কথা বলা উচিত নয়। এটি অপরাধীকে উৎসাহিত করার শামিল। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের জন্য নতুন করে কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি এই ধরনের ঘটনার বিচার করতে না পারেন, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমতা ছেড়ে দিন। যারা বিচার করতে পারবে, তাদের ক্ষমতায় আসতে দিন। আমরা চাই, ধর্ষণকারীদের প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করুন।’
আতিকুর রহমান তানজিল নামের আরেক শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাবলির কথা উল্লেখ করে বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারে না, তাদের চেয়ারে বসার প্রয়োজন নেই।’
বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। তানজিল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, আপনারা ইন্টেরিম সরকার দৃশ্যমান পদক্ষেপ নিন এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিন। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।’
উল্লেখ্য, মাগুরায় নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল দুপুরে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২) কে আটক করেছে পুলিশ।
মাগুরায় বোনের বাড়িতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ভগ্নিপতি ও শ্বশুর আটক
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
মাগুরায় ৮ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দেশের প্রতিটি ধর্ষণের বিচার দাবি করে এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৭ মার্চ) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদ ঘুরে এসে ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে শাহীনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমরা যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি এটা কোনো সংবাদের বিষয় হতে পারে না। এটা নিয়ে বিক্ষোভ মিছিল করার বিষয় না, কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছে। বাংলাদেশ সরকার যদি কোনো বিচারের ব্যবস্থা না করতে পারে তাহলে এই ধর্ষণ বাড়তে থাকবে। আমরা বলতে চাই ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড করতে হবে।’
এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘কেউ বলে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে মানবাধিকার লঙ্ঘন হবে। আমরা বলছি, আমেরিকার দেওয়া মানবাধিকারের সংজ্ঞা আমরা মানি না। রাষ্ট্র যদি ধর্ষণের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা না করে, তাহলে নারীরা নিরাপদ হবে না।’
তিনি আরও বলেন, ‘ধর্ষণের পর নারীর পোশাক নিয়ে কথা বলা উচিত নয়। এটি অপরাধীকে উৎসাহিত করার শামিল। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের জন্য নতুন করে কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি এই ধরনের ঘটনার বিচার করতে না পারেন, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমতা ছেড়ে দিন। যারা বিচার করতে পারবে, তাদের ক্ষমতায় আসতে দিন। আমরা চাই, ধর্ষণকারীদের প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করুন।’
আতিকুর রহমান তানজিল নামের আরেক শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাবলির কথা উল্লেখ করে বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারে না, তাদের চেয়ারে বসার প্রয়োজন নেই।’
বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। তানজিল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, আপনারা ইন্টেরিম সরকার দৃশ্যমান পদক্ষেপ নিন এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিন। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।’
উল্লেখ্য, মাগুরায় নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল দুপুরে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২) কে আটক করেছে পুলিশ।
মাগুরায় বোনের বাড়িতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ভগ্নিপতি ও শ্বশুর আটক