জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছে জবি শাখা ছাত্রদল।
রোববার (২৭ এপ্রিল) বিকাল চারটায় সংগঠনের নেতৃবৃন্দ লাইব্রেরিতে এসে বুকশেলফ দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
বুকশেলফ প্রদান শেষে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে আমরা সবসময় পাশে থাকতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী নানা শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করব।"
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বুকশেলফ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। পাশাপাশি পূর্বের ঘোষণার ধারাবাহিকতায় নিয়মিতভাবে পত্রিকাও সরবরাহ করে আসছে জবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক