ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ হাজার ২ শত নবীন শিক্ষার্থীকে কুরআন, ডায়েরি, ফুল ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামিক স্কলার শাইখ জামাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের কুরআন ও ফুল দিয়ে বরণ করা হয়। অন্য ধর্মাবলম্বী নবীনদের জন্য ডায়েরি উপহার দেওয়া হয়। পরে বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয় আলোচনা করেন।
নবীন শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনের জ্ঞানও অর্জন করেছেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ অনুষ্ঠান আমাদের দিকনির্দেশনা দিয়েছে।
আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, নবীনদের সাড়া পেয়ে আমরা আনন্দিত। এমন আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার জানান, গত বছরের মতো এবারও নবীনবরণ অনুষ্ঠান করেছি। দুনিয়া ও আখেরাত— উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
সভাপতি মোশারফ হোসেন বলেন, নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ হাজার ২ শত নবীন শিক্ষার্থীকে কুরআন, ডায়েরি, ফুল ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামিক স্কলার শাইখ জামাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের কুরআন ও ফুল দিয়ে বরণ করা হয়। অন্য ধর্মাবলম্বী নবীনদের জন্য ডায়েরি উপহার দেওয়া হয়। পরে বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয় আলোচনা করেন।
নবীন শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনের জ্ঞানও অর্জন করেছেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ অনুষ্ঠান আমাদের দিকনির্দেশনা দিয়েছে।
আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, নবীনদের সাড়া পেয়ে আমরা আনন্দিত। এমন আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার জানান, গত বছরের মতো এবারও নবীনবরণ অনুষ্ঠান করেছি। দুনিয়া ও আখেরাত— উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
সভাপতি মোশারফ হোসেন বলেন, নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।