রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। তাদের ইশতেহারে অ্যাকাডেমিক বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরিতে এসি ও স্টারলিংকসহ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
ইশতেহারের দশ দফা হলো: ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে পাকিস্তানী বাহিনীর গুলিতে বিশ্ববিদযালয়টির শিক্ষক ড. শামসুজ্জোহা শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা, একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, বাজেট বাড়ানো ও ক্যাম্পাসে খন্ডকালীন চাকরি চালু; শিক্ষার্থীদের গ্রন্থাগার, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়নে লাইব্রেরিতে এসি চালু ও ক্যাম্পাসে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা।
ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়নে এবং ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা; নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ছাত্রী হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, অ্যাকাডেমিক ভবনে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হবে।
ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে ভিন্ন ধর্মবলম্বীদের প্রার্থনাকক্ষ নির্মান করা; আবাসন সংকট নিরসন এবং নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকেটের ব্যবস্থা করা।
এক বছরে সবগুলো ইশতেহার পূরণ করতে পারবে কি না এমন প্রশ্নে প্যানেলের ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, “আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত। আমাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগুলো পূরণ করতে সক্ষম হব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা পাশে থাকলে আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারবো।”
এসময় উপস্থিত ছিলেন প্যানেলের বিভিন্ন পদের প্রার্থীরা।
রোববার, ১২ অক্টোবর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। তাদের ইশতেহারে অ্যাকাডেমিক বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরিতে এসি ও স্টারলিংকসহ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
ইশতেহারের দশ দফা হলো: ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে পাকিস্তানী বাহিনীর গুলিতে বিশ্ববিদযালয়টির শিক্ষক ড. শামসুজ্জোহা শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা, একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, বাজেট বাড়ানো ও ক্যাম্পাসে খন্ডকালীন চাকরি চালু; শিক্ষার্থীদের গ্রন্থাগার, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়নে লাইব্রেরিতে এসি চালু ও ক্যাম্পাসে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা।
ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়নে এবং ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা; নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ছাত্রী হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, অ্যাকাডেমিক ভবনে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হবে।
ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে ভিন্ন ধর্মবলম্বীদের প্রার্থনাকক্ষ নির্মান করা; আবাসন সংকট নিরসন এবং নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকেটের ব্যবস্থা করা।
এক বছরে সবগুলো ইশতেহার পূরণ করতে পারবে কি না এমন প্রশ্নে প্যানেলের ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, “আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত। আমাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগুলো পূরণ করতে সক্ষম হব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা পাশে থাকলে আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারবো।”
এসময় উপস্থিত ছিলেন প্যানেলের বিভিন্ন পদের প্রার্থীরা।