ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাত তিনটার দিকে মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদি রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, রাতের খাবার শেষে আমরা বাসায় ঘুমিয়ে যাই। রাত আনুমানিক তিনটার দিকে বিকট শব্দে আমাদের বাসার সকলের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে বাসার নিচে এসে দেখি বাসার গেইটের একাংশ পুড়ে কালো হয়ে আছে এবং গেইটের সামনে কিছু পুড়া ছাই পাওয়া যায়। বাসার গেইটের আশেপাশে কেরোসিন ও প্যাট্রোলের গন্ধ পাওয়া যায়। আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় আতংক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মত দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন আমাদের বসত বাড়ী থেকে একটু দূরবর্তী জায়গায় হওয়ায় শুধুমাত্র গেইটের সামনের অংশ পুড়ে যায় পরে আগুন এমনিতেই নিভে যায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে বাসার গেটে আগুন ধরার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল। উদ্দেশ্য করে কেউ আগুন ধরিয়েছে বলে ধারণা করছি। হয়ত আমরা যাওয়ার আগে গেটের সামনে আগুন আরও বেশি জ্বলে থাকতে পারে। তবে আমরা তা দেখতে পাইনি। এ ঘটনায় বৃহস্পতিবার রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার আখতারুল আলম বলেন, অভিযোগটি ইতোমধ্যে বিস্ফোরক আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাত তিনটার দিকে মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদি রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, রাতের খাবার শেষে আমরা বাসায় ঘুমিয়ে যাই। রাত আনুমানিক তিনটার দিকে বিকট শব্দে আমাদের বাসার সকলের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে বাসার নিচে এসে দেখি বাসার গেইটের একাংশ পুড়ে কালো হয়ে আছে এবং গেইটের সামনে কিছু পুড়া ছাই পাওয়া যায়। বাসার গেইটের আশেপাশে কেরোসিন ও প্যাট্রোলের গন্ধ পাওয়া যায়। আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় আতংক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মত দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন আমাদের বসত বাড়ী থেকে একটু দূরবর্তী জায়গায় হওয়ায় শুধুমাত্র গেইটের সামনের অংশ পুড়ে যায় পরে আগুন এমনিতেই নিভে যায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে বাসার গেটে আগুন ধরার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল। উদ্দেশ্য করে কেউ আগুন ধরিয়েছে বলে ধারণা করছি। হয়ত আমরা যাওয়ার আগে গেটের সামনে আগুন আরও বেশি জ্বলে থাকতে পারে। তবে আমরা তা দেখতে পাইনি। এ ঘটনায় বৃহস্পতিবার রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার আখতারুল আলম বলেন, অভিযোগটি ইতোমধ্যে বিস্ফোরক আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।