ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং এ সময়ে কোনও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি নির্দেশনাও জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগারও বন্ধ থাকবে।
এতে বলা হয়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ক্লাস পরিচালিত হবে। তবে যে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলমান রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতির ভিত্তিতে নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি বিশ্ববিদ্যালয়ের সব ভবন পরীক্ষণ ও ঝুঁকি মূল্যায়ন করবে। তাদের রিপোর্টসহ ৪ ডিসেম্বর আবার সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।
চলমান জকসু কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জকসু নির্বাচন কমিশন নেবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।
এদিকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে গাড়ি বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং এ সময়ে কোনও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি নির্দেশনাও জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগারও বন্ধ থাকবে।
এতে বলা হয়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ক্লাস পরিচালিত হবে। তবে যে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলমান রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতির ভিত্তিতে নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি বিশ্ববিদ্যালয়ের সব ভবন পরীক্ষণ ও ঝুঁকি মূল্যায়ন করবে। তাদের রিপোর্টসহ ৪ ডিসেম্বর আবার সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।
চলমান জকসু কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জকসু নির্বাচন কমিশন নেবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।
এদিকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে গাড়ি বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।