ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা শেষ হলে শীতকালীন ছুটিও বহাল থাকবে। ১৬ দিনের শীতকালীন ছুটির সঙ্গে আরও দুইদিন ছুটি যুক্ত করে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপর ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র-শনিবারের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে ২৮ ডিসেম্বর। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।
বুধবার, (০৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংগযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে’ ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে ডিনস কমিটির সভায়।
ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিখন ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য চলমান অনলাইন ক্লাসগুলো আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো শুরুর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।
গত ২১ নভেম্বর দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্বাবদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। পরদিন আরও তিন দফা ভূমিকম্পে আতঙ্ক আরও বাড়ে। এ অবস্থায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ৭ থেকে ২২ ডিসেম্বর শীতকালীন ছুটির সূচি ছিল। সেই ছুটি বহাল রেখে এখন তার সঙ্গে আরও দু’দিন ছুটি মিলিয়ে মোট পাঁচ সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে।’
এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা শেষ হলে শীতকালীন ছুটিও বহাল থাকবে। ১৬ দিনের শীতকালীন ছুটির সঙ্গে আরও দুইদিন ছুটি যুক্ত করে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপর ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র-শনিবারের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে ২৮ ডিসেম্বর। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।
বুধবার, (০৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংগযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে’ ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে ডিনস কমিটির সভায়।
ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিখন ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য চলমান অনলাইন ক্লাসগুলো আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো শুরুর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।
গত ২১ নভেম্বর দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্বাবদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। পরদিন আরও তিন দফা ভূমিকম্পে আতঙ্ক আরও বাড়ে। এ অবস্থায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ৭ থেকে ২২ ডিসেম্বর শীতকালীন ছুটির সূচি ছিল। সেই ছুটি বহাল রেখে এখন তার সঙ্গে আরও দু’দিন ছুটি মিলিয়ে মোট পাঁচ সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে।’
এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায়।