image

হাদির ওপর হামলার ঘটনায় রাবিতে বিক্ষোভ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর দুর্বৃত্ত হামলার ঘটনায় সুুষ্ঠু বিচার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার, (১২ ডিসেম্বর ২০২৫) শাখা ছাত্রশিবির এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তালাইমারীতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ কর্মসূচি পালনকালে তারা, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ আবু সাঈদের একশান, ডাইরেক একশান ‘, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এসব স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, চব্বিশের জুলাই আন্দোলকারী অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেলেও ওসমান হাদী কখনো আপস করেনি। ওসমান হাদী সব সময় ভারতীয় আধিপত্য ও মুজিববাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এ সময় হামলায় জড়িতদের নিয়ে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার পেছনে ভারতীয় আধিপত্যকারী ও মুজিববাদ জড়িত। এদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন যেতে না যেতেই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা হয়েছে। এ থেকে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা বজায় থাকবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ১২ তারিখে (আগামী) নিশ্চিত করেছেন যেমন তেমনি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটাও নিশ্চিত করুন। হাদির ওপর হামলাকারী দুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য শুক্রবার, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদির ওপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» আওয়ামীপন্থি শিক্ষককে হেনস্থা করলেন ডাকসু নেতা

সম্প্রতি