image

‘ওএমআর’ ব্যবহারে দ্রুত ফল প্রকাশসহ জকসু নির্বাচনে ১০ প্রস্তাব ইউটিএলের

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ওএমআর ব্যবহারের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ ফল প্রকাশসহ ১০ দফা প্রস্তাবনা দিয়েছে ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (ইউটিএল)–এর জবি চ্যাপ্টার।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জবি চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক মো. আবু লায়েক এসব প্রস্তাবনা ও এর যৌক্তিকতা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী, গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, মর্যাদা ও আস্থাকে আরও সুদৃঢ় করবে। ইউটিএলের বিশ্বাস, ন্যায়সংগত ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করা গেলে এ নির্বাচন ভবিষ্যতের জন্য একটি আদর্শ মডেল হতে পারে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিএল জবি চ্যাপ্টারের ১০ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে- ভুয়া ভোটার ও জাল ভোট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ওএমআর মেশিন ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং কেন্দ্রভিত্তিক ফলাফল দ্রুত প্রকাশ। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক ক্যাম্পাস নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবনায় আরও বলা হয়, নির্বাচনকালীন প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু, সকল প্রার্থীর জন্য সমান প্রচার সুযোগ নিশ্চিত করা, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সহায়তা কেন্দ্র স্থাপন এবং ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে ইউটিএল এর কেন্দ্রীয় সদস্য সচিব মো. বিলাল হোসাইন বলেন, এসব প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে জকসু ও হল সংসদ নির্বাচন একটি গ্রহণযোগ্য ও উদাহরণযোগ্য নির্বাচনে পরিণত হবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি