জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২৬-এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ইমরানুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
সহ-সভাপতি পদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আজম খাঁন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ লোকমান হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েশা সিদ্দিকা ডেইজী, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো। ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আবু লায়েক, ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, আমার উপর বিশ্বাস রেখে সবাই আমাকে নির্বাচিত করেছে৷ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কাজ করতে চাই, এজন্য সকলের সহযোগিতা চাচ্ছি।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা