জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এবার ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।
তিনি বলেন, “সম্প্রতি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে আমরা কায়িক (ম্যানুয়াল) ও ডিজিটাল- উভয় পদ্ধতিতে ভোট গণনার অভিজ্ঞতা পর্যবেক্ষণ করেছি। সেই অভিজ্ঞতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ভোট গণনার জন্য মোট ৯টি ওএমআর মেশিন ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে প্রতিটি বিভাগের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা হবে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ (বুথ) রাখা হবে। তবে কোনো বিভাগের ভোটার সংখ্যা বেশি হলে সে অনুযায়ী বুথের সংখ্যাও বাড়ানো হবে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি