image

৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, খোলা থাকছে আবাসিক হল

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রাবি

শীতকালীন ছুটি উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শীতকালীন অবকাশ, যীশু খ্রীস্টের জন্মদিন ও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকছে অ্যাকাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত শীতকালীন অবকাশ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর বড়দিন, ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ শুরু হয়ে ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে। তবে ২রা ও ৩রা জানুয়ারী সাপ্তাহিক ছুটি থাকায় ৪ জানুয়ারী থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

ছুটির সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে কিনা এই প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, শীতকালীন ছুটিতে যথারীতি হলগুলো খোলা থাকবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি