image

জকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় ভিসি ভবন অবরোধ, বিক্ষোভে উত্তাল

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘোষণার পরপরই ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিন্ডিকেটের সিদ্ধান্তে তা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, শোকাবহ এই সময়ে আমরা কোনো নির্বাচনী উৎসব করতে চাই না। সে কারণেই জকসু ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ভিসি ভবনের সামনে অবস্থান নেন। এ সময় ‘জকসু আমার অধিকার’, ‘জকসু দিতে হবে দিতে হবে’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে, সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’- এমন বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী তাহসিনা রউফ বলেন, এত বছর পর একটি নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নির্বাচন স্থগিত করেছে। আমরা এ সিদ্ধান্ত কখনোই মানব না।

জকসু স্থগিতের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এর পদপ্রার্থী জাফরিন বলেন, জকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার। আমরা শুরু থেকেই একটি সুষ্ঠু নির্বাচন চাইছি। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, কিন্তু জকসু নিয়ে প্রশাসনের যে টালবাহানা শুরু থেকেই চলছে, তা আর মেনে নেওয়া যায় না।

এদিকে আবেগপ্রবণ হয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী সুজন হাসান বলেন, আমাদের নেত্রীর মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। তিনি সবসময় গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। তাঁর দেখানো পথেই আমাদের চলতে হবে। জকসু আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল। নির্বাচন স্থগিত করে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা কোনোভাবেই হতে দেব না।

সকাল সাড়ে ১০টার দিকে জকসু নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পুরো দেশের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারও গভীরভাবে শোকাহত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিন্ডিকেট সকালে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আজকের নির্ধারিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে জকসু নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জকসু ও হল সংসদ নির্বাচনের পরবর্তী তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি