image

জকসু ভোটের নতুন তারিখ ঘোষণা

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার ইন্তেকালের কারণে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সেদিনের নির্ধারিত জকসু ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।

‘পরবর্তীতে একই দিন অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৮তম জরুরি সভায় উক্ত নির্বাচন পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি