রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার, (৩১ ডিসেম্বর ২০২৫) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানাজা নামাজের আগে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিভিন্ন দিক বিবেচনা করলে আসলে তার সমকক্ষ আর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। একজন রাজনীতিবিদ, তিনবারের প্রধানমন্ত্রী ও জীবনে কোনো সংসদ সদস্য নির্বাচনে পরাজিত হননি, এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। এমন কিছু বিষয় সংক্ষেপে বলতে চাই, যেগুলো বেগম খালেদা জিয়াকে আজ সবার থেকে আলাদা করেছে।’
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শিষ্টতা সবার জন্য অনুকরণীয় উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বহু ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন, অর্জন-বিসর্জন এই সবকিছুর ভিতর দিয়ে তার দীর্ঘ জীবন অতিবাহিত হয়েছে। একই সঙ্গে তিনি কখনো তার আভিজাত্য হারাননি। অথচ রাজনীতি ও আভিজাত্য একসঙ্গে চলে না। তিনি দুটোকে সমানভাবে ধারণ করেছেন। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো।
তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।’
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বেগম খালেদা জিয়া। সব মানুষের প্রাণের নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। সবার কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ গায়েবানা জানাজার আয়োজন করেছে।