জকসুর ভোট আজ: নারী ভোটার অর্ধেকের কিছু কম

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রায় দুই দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। আজ অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকসু নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একটানা দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

এবারের নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ নারী শিক্ষার্থী। জকসু নির্বাচনে মোট ১৬ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ৭ হাজার ৮২৫ জন, যা প্রায় ৪৬ দশমিক ৯৬ শতাংশ। বিপরীতে ছাত্র ভোটার ৮ হাজার ৮৪০ জন, যা প্রায় ৫৩ দশমিক ০৪ শতাংশ। এই বড় নারী ভোটব্যাংককে কেন্দ্র করে প্রার্থী ও প্যানেলগুলোর প্রচারণায় ছাত্রী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। তবে প্রার্থী তালিকায় নারী প্রতিনিধিত্ব এখনও সীমিত। মোট ১৫৭ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র ১৮ জন। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এ দুটি শীর্ষ পদে কোনো নারী প্রার্থী নেই।

অনুষদভিত্তিক হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্রী ভোটার সবচেয়ে বেশি ১ হাজার ৭৬১ জন। এরপরই রয়েছে কলা অনুষদে ১ হাজার ৭৩৯ জন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ১ হাজার ৪৯৭ জন ছাত্রী ভোটার। বিজ্ঞান অনুষদে ৯৫২ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ১ হাজার ৫৪ জন, আইন অনুষদে ৩৩৬ জন এবং চারুকলা অনুষদে ১৯১ জন ছাত্রী ভোটার রয়েছেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে মোট ছাত্রী ভোটার ২৯৫ জন।

এই নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী, উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে একমাত্র ছাত্রী হলের জন্য ১৫ সদস্যের হল সংসদ গঠিত হবে। সেখানে হল প্রাধ্যক্ষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্য থেকে একজনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ ভোটারের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটারদের মধ্যে সচেতনতা ও প্রত্যাশাও লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সুবর্ণা বলেন, ‘যারা ক্যাম্পাসের আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের অতীত কর্মকাণ্ডই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাসতুরা জান্নাত বলেন, ‘বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রার্থীদের পাশাপাশি যারা যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেব।’

এদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বলেন, ‘শীর্ষ পদে নারী প্রতিনিধিত্ব না থাকার যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ প্রয়োজন।’

উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালে কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত সুস্পষ্ট বিধান না থাকায় এতদিন জকসু নির্বাচন হয়নি। দীর্ঘদিনের দাবির পর গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয় এবং নানা জটিলতা কাটিয়ে গত ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আজ সেই নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি