image

জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিচয় যাচাই শেষে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সব আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

নির্বাচনের জন্য ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে মোট ৩৯টি ভোটকেন্দ্র এবং ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন রয়েছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন এবং শেষ মুহূর্তে ভোট ও দোয়া চাইছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ৯ টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি