image

জকসু: ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে রিয়াজুল-রাকিবের ৬ ভোটের ব্যবধান

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। এ পর্যন্ত হল সংসদসহ মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এবং ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিবের মধ্যে মাত্র ৬ ভোটের ব্যবধান রয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘোষিত ৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।

জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ৮২৫ ভোট, যা তাকে বড় ব্যবধানে এগিয়ে রেখেছে। একই পদে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট।

এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ৭৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।

সর্বশেষ ঘোষিত অষ্টম কেন্দ্র অনুজীব বিজ্ঞান বিভাগে তিন পদেই এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট, একেএম রাকিব পেয়েছেন ৪৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৫ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮১ ভোট, তানজিল পেয়েছেন ৪০ ভোট।

এর আগে সপ্তম কেন্দ্র ফিন্যান্স বিভাগে ভিপি পদে একেএম রাকিব ২৩১ ভোট পেয়ে এগিয়ে থাকেন। একই কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৬৩ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১৩ ভোট এবং ইভান তাহসিভ পেয়েছেন ৭২ ভোট। এজিএস পদে তানজিল পেয়েছেন ১৭৮ ভোট, মাসুদ রানা পেয়েছেন ১৬৩ ভোট এবং শাহীন মিয়া পেয়েছেন ২১ ভোট।

নির্বাচন কমিশনার অধ্যাপক শহীদুল ইসলাম জানান, এখনো হল সংসদসহ বাকি ৩১টি কেন্দ্রের ফল প্রকাশ করা বাকি রয়েছে। ধাপে ধাপে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি