জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা লিড ধরে রেখেছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এসব ফল গণনার পর ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ঘোষিত ১১ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৩১ ভোট। তার বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ১ হাজার ৭৬ ভোট, যা তাকে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রেখেছে। একই পদে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৯৩৮ ভোট।
সর্বশেষ ঘোষিত ৯ম, ১০ম ও ১১তম কেন্দ্রের ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। চারুকলা বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরা ৩৬ ভোট ও আব্দুল আলিম আরিফ ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে তানজিল ৮২ ভোট পেয়ে এগিয়ে থেকে বিপরীতে মাসুদ রানা পেয়েছে মাত্র ১২ ভোট।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৯ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকেন, একেএম রাকিব পেয়েছে ৫৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯৮ ভোট এবং খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছে। এজিএস পদে মাসুদ রানা ৯০ ভোট পেয়ে এগিয়ে থাকলেও এর বিপরীকে তানজিল পেয়েছে ৪২ ভোট।
দর্শন বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে থেকে বিপরীতে রিয়াজুল ইসলাম পেয়েছে ১১১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৩৫ ভোট ও খাদিজাতুল কুবরা ৮০ ভোট পান। এজিএস পদে তানজিল ১২৪ ভোট এবং মাসুদ রানা ১১৯ ভোট পান।
নির্বাচন কমিশন জানিয়েছে, হল সংসদসহ বাকি আরও ২৮টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা বাকি রয়েছে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।