জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিবকে পেছনে ফেলে লিডে উঠে এসেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম।
২৩ কেন্দ্রের মোট ফল অনুযায়ী ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট। অর্থাৎ এই পদে রিয়াজুল এগিয়ে আছেন ১২৮ ভোটে।
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮২ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। এই পদে আরিফের লিড ১ হাজার ৭৪৩ ভোট। এজিএস পদেও এগিয়ে রয়েছেন শিবির–সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ৬৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট। এই পদে মাসুদের লিড ২৯৯ ভোট।
মঙ্গলবার প্রকাশিত তিনটি কেন্দ্রের ফলাফলেও শিবির সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা গেছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট, একেএম রাকিব পেয়েছেন ৯৯ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১০২ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯১ ভোট, তানজিল পেয়েছেন ৮৪ ভোট।
ইসলামিক স্টাডিজ বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২০৩ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ৭৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৭৮ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৫৩ ভোট এবং তানজিল পেয়েছেন ১২৫ ভোট।
গণিত বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২০৩ ভোট, একেএম রাকিব পেয়েছেন ১১১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২১৫ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৮১ ভোট এবং তানজিল পেয়েছেন ১১০ ভোট।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’