জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় সংগীত বিভাগ কেন্দ্রে ব্যতিক্রমী ফলাফল পাওয়া গেছে। এ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীরা কোনো ভোটই পাননি।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি এ ফল ঘোষণা করেন।
সংগীত বিভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। বিপরীতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। অন্যদিকে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এ কেন্দ্রে কোনো ভোট পাননি। একইভাবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল পেয়েছেন ১০৮ ভোট, আর শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানার প্রাপ্ত ভোট শূন্য।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
বিজ্ঞান ও প্রযুক্তি: ভ্রমণের পেমেন্ট বিকাশ করে গ্রাহকরা জিতে নিলো নেপাল ও কক্সবাজার ট্যুর
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’