জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে একসাথে ৩ বিভাগের ফল ঘোষণা করা হয়।
২৬ কেন্দ্রের সমন্বিত ফল অনুযায়ী ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৯ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির–সমর্থিত প্রার্থী মাসুদ রানা এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ১০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ২ হাজার ৬৭৭ ভোট।
এদিকে নতুন করে ঘোষিত তিনটি কেন্দ্রের ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের প্রাধান্য দেখা গেছে। রসায়ন বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২২৩ ভোট, যেখানে একেএম রাকিব পেয়েছেন ১১৬ ভোট। একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২২৭ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৭০ ভোট।
মনোবিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৬ ভোট। এজিএস পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক হাড্ডাহাড্ডি হলেও মাসুদ রানা ৮৯ ভোট পেয়ে তানজিলের (৮৮) চেয়ে এগিয়ে রয়েছেন।
ইংরেজি বিভাগ কেন্দ্রেও তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৯৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৯৪ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৮৮ ভোট।