image

রাবি: নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম অপরাজিতা, কামারুজ্জামানের নাম বিজয়-৭১

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনার হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫ তম সভায়।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে গতকাল আয়োজিত সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি