জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। অভিযুক্ত চার শিক্ষককেএক সপ্তাহের মধ্যেকারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
অভিযুক্ত চার শিক্ষক হলেন- অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামীপন্থি প্রায় অর্ধশতাধিক শিক্ষকের শিক্ষার্থীদের বয়কটের স্বীকার হন। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর এসব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
সারাদেশ: যশোরে ৪টি গুদামে ভয়াবহ আগুন
নগর-মহানগর: হাই কোর্ট মাজারের ওরশে পুলিশের বাধার অভিযোগ