image

নিরাপদ কর্মস্থলের দাবিতে রাবি কর্মকর্তাদের মানববন্ধন, কাল কর্মবিরতি

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্মকর্তাদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ এবং ‘নিরাপদ কর্মস্থলের’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। আর আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি মহল বিশ্ববিদ্যালয়ের ‘সুষ্ঠু পরিবেশ নষ্ট করার’ অপচেষ্টা চালাচ্ছে।  এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং ‘মব’ সৃষ্টি করে হেনস্তা করার ঘটনা ঘটছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. শহীদুল্লাহ বলেন, ‘আমার যদি নিরাপদ কর্মস্থল ও নিরাপদ ক্যাম্পাসের অধিকার থেকে থাকে, তবে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এবং দেশের প্রচলিত আইন আছে। আমরা কখনোই কোনো অপরাধীর পক্ষে কথা বলব না এবং আপনারা কেউ কোনো অপরাধীকে সমর্থন করবেন না। কিন্তু যারা নিরপরাধ, তাদের আমরা কোনোভাবেই হেনস্তা হতে দেব না।’

অফিসার সমিতির সদস্য ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘আমরা কিন্তু কারো কাছে জিম্মি না। আমরা এখানে চাকরি করতে এসেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন, আমাদের লিখে দেন। আমরা চলে যাবো। তাও কারো দ্বারা বঞ্চিত হতে দেব না। আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন, এরপরে আমরা কঠোর আন্দোলন গড়ে করে তুলবো।’

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসার সমিতি জানায়, অফিস চলাকালীন এবং অফিস থেকে ফেরার পথে কর্মকর্তাদের ওপর নক্কারজনক হামলা সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের এই ‘নীরবতা’ অরাজকতা সৃষ্টিকারীদের আরও উৎসাহিত করছে। উদ্ভূত পরিস্থিতিতে কর্মকর্তাদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। মানববন্ধনে অফিসার সমিতির নেতা ও বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি