সমন্বয় টিমে ঢাকার আধিপত্য, উপেক্ষিত রাবি ছাত্রদল নেতাকর্মীদের ক্ষোভ

প্রতিনিধি, রাবি

জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক প্রচারণার জন্য সমন্বয় টিম গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজের নেতাকর্মীদের রাখা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির হাতেগোনা কয়েকজনকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের কেন্দ্রীয় ছাত্রদলের সমালোচনা করতে দেখা যায়। অভূত্থানের পরও দেশের রাজনৈতিক ক্ষমতা ঢাকা কেন্দ্রীক রয়েছে বলে দাবি করেন তারা।

কেন্দ্রীয় ছাত্রদলের সূত্রে জানা যায়, রাজশাহী-১ আসনের দায়িত্ব পেয়েছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, রাজশাহী-২ আসনে সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী ও সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, রাজশাহী-৪ আসনে দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, পাবনা-১ আসনে সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, লালমনিরহাট-৩ আসনে সাবেক সহ-সভাপতি মো. মোস্তফা হোসেন, বগুড়া-২ আসনে সাবিহা আলম মুন্নী, বগুড়া-৪ আসনে শফিকুল ইসলাম শফিক, কুষ্টিয়া-৩ আসনের দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার স্বার্থে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, র্দীঘ ৬-৭ বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত, এর আগে সুষ্ঠুভাবে ভোটও দিতে পারেন নি তারা। কর্মীদের সমন্বয় টিমের বিষয়টি খুব বেশি কিছু না হলে কেন্দ্রীয় একটা স্বীকৃতি, সেই জায়গা থেকে তারা মনক্ষুণœ। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অনেকের নাম থাকলেও ঢাকার বাইরে সবচেয়ে বড় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র কয়েকজনকে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীক রাজনীতি থেকে বেরিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করলে ত্যাগী নেতৃত্বের সংকট তৈরি হবে, যেটা মাদার সংগঠনের জন্য খারাপ সংকেত।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বলেন, ‘আমরা কেন্দ্র থেকে স্ব স্ব বিশ্ববিদ্যালয় শাখার কাছ থেকে তালিকা চেয়েছিলাম। তাদের পাঠানো তালিকা অনুযায়ী এটা করেছে। তবে এটা চূড়ান্ত না, কিছু নাম বাদ পড়েছে সেগুলো যুক্ত হবে। দুই একদিনের মধ্যেই আবারো তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি আড়াইশো’ জনের তালিকা দিয়েছিলাম। এই কাজটা সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদকের সমন্বয়ে করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিজ্ঞপ্তি বর্ধিতকরণের কাজ চলমান রয়েছে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» শিক্ষার্থীরা ধার্মিক হলে ক্যাম্পাস সুন্দর হয়ে যাবে: চবি উপাচার্য

সম্প্রতি