সড়ক ছেড়ে এবার ৭ কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’: চার দিনের কর্মসূচি শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে টানা আন্দোলনের অংশ অনুযায়ী ‘অধ্যাদেশ মঞ্চ’ নির্মাণ করেছেন শিক্ষার্থীরা। সাত কলেজে চারটি মঞ্চ নির্মাণ করে ক্যাম্পাসেই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে একটি মঞ্চ তৈরি করা হয়। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ব্লক কর্মসূচি থেকে সরে এসেছে বলে জানান ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী নেতা আব্দুর রহমান।

সায়েন্সল্যাব এলাকায় ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপনের পরিকল্পনাও পরিবর্তন করা হয়েছে জানিয়ে আব্দুর রহমান বলেন, জনজীবনে ভোগান্তি না ঘটিয়ে শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরাই তাদের লক্ষ্য।

ঢাকা কলেজের সামনে একটি প্রধান মঞ্চ তৈরির কথা জানিয়ে তিনি বলেন, যেখানে অবস্থান করে গান, কবিতা এবং আলোচনা কর্মসূচির মাধ্যমে দেশবরেণ্য রাজনীতিবিদ ও সাধারণ জনগণের কাছে ঢাকেবি অধ্যাদেশ জারির গুরুত্ব তুলে ধরা হবে। এই মঞ্চে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জানান, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহ্রাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি।

৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।

এর আগে গত শনিবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত এবং হালনাগাদকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হয়।

সোমবার সকাল থেকেই ঢাকা কলেজের মূল ফটকের বামপাশে অস্থায়ী মঞ্চ নির্মাণকাজ শুরু হয়। দুপুরে মঞ্চের পাশেই অবস্থান কর্মসূচি পালন করে সাত কলেজের শিক্ষার্থীরা। মঞ্চের চারপাশে ব্যানার-ফেস্টুন টাঙানোর কার্যক্রমও চলে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকলেও যান চলাচল ছিল স্বাভাবিক। সাধারণ মানুষের চলাচলে তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি।

এসব কর্মসূচি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে জানিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ২২ জানুয়ারির মধ্যে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হয়, তাহলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির অংশ হিসেবে যমুনা ভবন ঘেরাও করবেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা সোমবার থেকে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং আগামী ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেয়া হয়েছে। ওইদিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।

২০১৭ সালে যথাযথ প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছে। সংকট সমাধানে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার উদ্যোগ নেয়া হলেও প্রথম খসড়া নিয়ে আন্দোলন হয়।

সম্প্রতি পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম চালাবে। কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধাও অক্ষুণœ থাকবে। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাজধানীর সাত সরকারি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ

সম্প্রতি