ঢাবি প্রতিনিধি

রোববার, ১৭ অক্টোবর ২০২১

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল মুখোমুখি

image

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল মুখোমুখি

রোববার, ১৭ অক্টোবর ২০২১
ঢাবি প্রতিনিধি

করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে সশরীরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কার্যক্রম। ক্লাস শুরুর প্রথম দিনেই মধুর ক্যান্টিনে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

আগে থেকেই মধুতে অবস্থান নেয় ছাত্রলীগ। ছাত্রদল নেতা-কর্মীরা আসলে কিছুক্ষণের জন্য দুটি সংগঠন মুখোমুখি অবস্থান নেয়। এসময় মধুর ক্যান্টিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু সেখানো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সশরীরে ক্লাস শুরুর প্রথম দিনে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যেতে শুরু করে। পরে সেখানে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে তারা।

সকাল সাড়ে ৯টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মধুর ক্যানটিনে প্রবেশ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও স্লোগান দিতে শুরু করে। দুই পক্ষের এমন স্লোগান-পাল্টা স্লোগানে মধুর ক্যানটিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় সেখানে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাদ্দাম মধুর ক্যানটিন থেকে চলে যান। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদারসহ বেশ কয়েকজন নেতা মধুর ক্যানটিনের টেবিলে বসে ছিলেন। সেখানে বিভিন্ন হল থেকে আসা পাঁচ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিওর সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে মধুর ক্যানটিন থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদল। তারা মিছিল নিয়ে টিএসসির দিকে চলে যান। টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বক্তৃতা করেন।

ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত মধুর ক্যান্টিনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এ ক্ষেত্রে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ এসময় ছাত্রদল নেতাকর্মীদেরও শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান তিনি।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ