image

ঢাবিতে হল ক্যান্টিনের দেয়াল ধস, আহত ২

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ক্যান্টিনের ভেতরে একটি দেয়াল ধসে ২ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

দেয়াল ধসের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ‘দেয়াল ধসের ঘটনায় দুজন আহত হয়েছেন, তারা বহিরাগত। আমাদের শিক্ষার্থীরা নিরাপদে আছে। তবে, তারা দুর্ঘটনায় পড়তে পারতো।’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানা, দুপুরের দিকে হঠাৎ করেই ক্যান্টিনের ভেতরে একটি দেয়ালের অংশ ভেঙে পড়ে। অনেক ছাত্র তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এখানে খেতে এসে দুই বহিরাগত আহত হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি