ববিতে স্বামীসহ ছাত্রী লাঞ্ছনার শিকার

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রী ও তার স্বামী সোহাগ হাসানকে লাঞ্ছনা ও মারধোরের শিকার হতে হয়েছে। এ ব্যাপারে বাদী হয়ে সোহাগ হাসান চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুলআলম লিটন মোল্লা, তার অনুসারী জয় ও মাকুন মোল্লার নামোল্লেখসহ অজ্ঞাত দুজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রীটি স্বামী সোহাগ হাসানকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার এলাকায় বেড়াতে বের হলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ খবর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জানতে পেরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক রাত ১১টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিটন মোল্লা ও তার অনুসারীর বাড়ি, স্থানীয় একটি ক্লাব ও পাঠাগার ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ওসমান হাদির মৃত্যু, খুনিদের বিচারের দাবিতে জগন্নাথে বিক্ষোভ মিছিল

সম্প্রতি